ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

বাংলা নাট্যোৎসবে ‘ক্রাচের কর্নেল’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৮, ২৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলা নাট্যোৎসবে ‘ক্রাচের কর্নেল’

‘ক্রাচের কর্নেল’ নাটকের দৃশ্য

মহাকাল নাট্যসম্প্রদায়ের তিন যুগ পূর্তি উপলক্ষে চলছে ১০ দিনব্যাপী বাংলা নাট্যোৎসব। এ উৎসবে ভারত ও বাংলাদেশের বেশ ক’টি নাট্যদল অংশ নিয়েছে।

এই উৎসবের অংশ হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকের দল বটতলার আলোচিত প্রযোজনা ‘ক্রাচের কর্নেল’। আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ নাটকের ৪৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি বটতলার ৯ম প্রযোজনা।

শাহাদুজ্জামানের আলোচিত উপন্যাস ‘ক্রাচের কর্নেল’ অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

কর্নেল তাহেরের জীবনভিত্তিক এই উপন্যাস প্রকাশিত হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছিল। ২০১৬ সালের ১ ডিসেম্বর মঞ্চে আসে এ নাটক। এখন পর্যন্ত নাটকটির ৪৭টি সফল মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। দর্শকদের মাঝেও ভালো সাড়া ফেলেছে এটি।

‘ক্রাচের কর্নেল’ উপন্যাস মঞ্চে নিয়ে আসা প্রসঙ্গে নির্দেশক মোহাম্মদ আলী হায়দার রাইজিংবিডিকে বলেন, ‘‘কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা আমার ভালো লাগে। ‘পশ্চিমের মেঘে সোনার সিংহ’ ছোট গল্পের বইটি একসময় আমি খুব চর্চা করতাম। তার গল্পগুলো নিয়ে অনেক নাটকের কর্মশালা সাজিয়েছি। ‘ইমাম বক্সের সার্কাস’ গল্পটি মঞ্চে আনার অনেক দিনের সাধ ছিল কিন্তু তা হয়নি। তারপর বটতলার পঞ্চম প্রযোজনা ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’র মহড়ায় পড়ি ‘ক্রাচের কর্নেল’। আসলে কর্নেল তাহের সম্পর্কে অজানা কথাগুলো মঞ্চের ভাষায় সবার সামনে তুলে ধরার প্রয়াসে এই উদ্যোগ নিই।’’

তিনি আরো বলেন, ‘শুরু থেকেই এ নাটক নিয়ে বেশ চিন্তায় ছিলাম। কারণ এত বৃহৎ ক্যানভাস কীভাবে মঞ্চে আসবে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখগুলোর মুখোশ কীভাবে উৎপাটন হবে। এ প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। সর্বশেষে তার সমাধান হয়েছে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভুঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম।

পোশাক পরিকল্পনা করেছেন—হুমায়রা আখতার। কোরিওগ্রাফি করেছেন—সামিনা লুৎফা নিত্রা। আলোক পরিকল্পনা করেছেন— খালিদ মাহমুদ সেজান। আবহ সংগীত পরিকল্পনায় পিন্টু ঘোষ।



ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়