ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

সড়ক আইন বাস্তবায়নে একসঙ্গে দাঁড়াবে চলচ্চিত্র পরিবার

প্রকাশিত: ১০:৩৩, ২৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক আইন বাস্তবায়নে একসঙ্গে দাঁড়াবে চলচ্চিত্র পরিবার

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে কয়েকদিন আগে উত্তাল হয়ে উঠেছিল দেশের পরিবহন সেক্টর। এজন্য বাস-ট্রাক শ্রমিকরা কর্মবিরতিও পালন করেছেন। এতে দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ।

অন্যদিকে ইলিয়াস কাঞ্চন বিভিন্ন টক-শো এবং সংবাদমাধ্যমে নতুন আইনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য দেন। ঠিক এই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি আলোকচিত্র ভীষণভাবে আলোচিত হয়। সেখানে দেখা যায় ইলিয়াস কাঞ্চনের ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে এবং কুশপুত্তলিকা তৈরি করে তাতে জুতার মালা পরানো হয়েছে।

এই ঘটনার প্রতিবাদ এবং জাতীয় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ এর পূর্ণ বাস্তবায়নে মানব বন্ধন করবে চলচ্চিত্র পরিবার। আগামীকাল দুপুর ১২টায় বিএফডিসি গেটে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরিচালক সমিতির উদ্যোগে মানব বন্ধনে চলচ্চিত্রের সকল সংগঠনের সদস্যরা অংশ নিবেন বলে রাইজিংবিডিকে জানান সমিতির সাংগঠনিক সম্পাদক অপূর্ব রানা।

পরিচালক সমিতির নেতারা বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সকল সংগঠনগুলোর পক্ষ থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি অসন্মানজনক আচরণের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই এবং জনস্বার্থে জাতীয় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন চাই।

গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন হয়। এর পরেই আইন সংশোধনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন বাস-ট্রাক শ্রমিকরা। যদিও বর্তমানে দেশের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারার মৃত্যুর পর নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ইলিয়াস কাঞ্চন। সংগঠনের মাধ্যমে তিনি নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। তবে এই আন্দোলন নিয়ে ইলিয়াস কাঞ্চনকে বিভিন্ন সময় শ্রমিকদের রোষানলে পড়তে হয়েছে।

 

ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়