ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই বছর পর কাজী মারুফ

প্রকাশিত: ০৯:২৬, ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই বছর পর কাজী মারুফ

‘ইতিহাস’ খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ চিত্রনায়ককে এক সময় নিয়মিত রুপালি পর্দায় দেখা যেত। কিন্তু দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন তিনি। ২০১৭ সালে সর্বশেষ ‘মাস্তান পুলিশ’ সিনেমায় দেখা যায় তাকে।

এদিকে মারুফকে নিয়ে পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু নির্মাণ করেছেন ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ সিনেমা। ঝিলিক কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমা আগামী ১৩ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাবে। ঝিলিক কথাচিত্রের কর্ণধার আমিরুল ইসলাম সরকার এ তথ্য জানিয়েছেন।

এতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করেছেন পুষ্পিতা পপি ও লাক্স তারকা অরিন। এছাড়া অভিনয় করেছেন রুবেল, অমিত হাসান, কাজী হায়াৎ, রেবেকা, ইলিয়াস কোবরা, সাঙ্কো পাঞ্জা প্রমুখ। সিনেমাটির আইটেম গানে দেখা যাবে চমক তারাকে।

অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ চলচ্চিত্র জীবন শুরু করেন ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। প্রথম সিনেমায় অভিনয় করেই তার হাতে উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়