ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

এবার নোবেলের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ২২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার নোবেলের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

সংগীত ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচনার জন্ম দিয়ে আসছেন ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল।

এদিকে গত ১৮ ডিসেম্বর রাতে নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে ‘দেশ’ শিরোনামে একটি গান প্রকাশ করেন। গানটির কথা ও সুর নিজের বলে দাবি করেন তিনি।

এরপর নোবেলের বিরুদ্ধে এই গান চুরির অভিযোগ তুলেন ব্যান্ডদল ‘অ্যাবাউট ডার্ক’। ব্যান্ডদলটির গিটারিস্ট ও গানের রচয়িতা নাসির উল্লাহ ফেসবুকে এ অভিযোগ তুলেন। এতে তিনি লেখেন, ‘আবারো নোবেল স্ট্রাইক! এতবার নিষেধ করার পরও আমার কথা শুনলো না। আমার হাতে পায়ে ধরার পরও আমি তাকে গানটি দেইনি। আমার গান তাকে আমি কেন দেব? তার নাকি একশো গান আছে, তাহলে আমার গান কাভার কেন করে? কাভার করেছে ঠিক আছে, তাতে আবার নাম দিয়েছে তার নিজের।’

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পরদিন ফেসবুক পেজ ও ইউটিউব থেকে গানটি সরিয়ে ফেলেন নোবেল।

‘অ্যাবাউট ডার্ক’ ব্যান্ডের সদস্য ছিলেন নোবেল। এ দল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ব্যান্ডদলটির গিটারিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য এরফান আহমেদ পূর্ণ বলেন, ‘‘২০১৬ সালে অ্যাবাউট ডার্ক প্রতিষ্ঠিত হয়। এই গান প্রকাশের শেষ সময়ে নোবেল আমাদের ব্যান্ডে যোগ দেয়। তবে ব্যান্ডের বিভিন্ন যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগে তাকে ব্যান্ড থেকে কিছুদিন পরই বের করে দেওয়া হয়। সম্প্রতি নোবেল যে গানটি নিজের বলে প্রকাশ করেছে সে গানটি ২০০৫ সালে নাসির উল্লাহ ভাই লিখেন। ২০১৬ সালে গানটিতে দুইটি লাইন সংযোজন করে নোবেল। তবে তাকে দল থেকে বের করে দেওয়ার পর আমরা নোবেলের ওই দুই লাইন বাদ দিয়ে গানটি নতুন করে ‘তুমি’ শিরোনামে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ করি।’’

এক বছর আগেও নোবেল গানটি নিজের দাবি করে প্রকাশ করেছিল। তখন সমালোচনার মুখে পড়ে গানটি সরিয়ে নিতে বাধ্য হয়। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নোবেল ক্ষমা চেয়েছিল বলেও জানান পূর্ণ। সেই স্ট্যাটাসের স্কিন শট ‘অ্যাবাউট ডার্ক’ ব্যান্ডের পেজে পোস্ট করা হয়েছে। তবে এ বিষয়ে কথা বলতে নোবেলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়