ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমিক খুনের দায়ে মমর জেল!

প্রকাশিত: ০৯:০৪, ২৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেমিক খুনের দায়ে মমর জেল!

মম অনাথ এবং গরিব ঘরের সন্তান। ইমন মেডিকেল থেকে সদ্য এমবিবিএস পাশ করা শিক্ষার্থী। ঘটনাক্রমে মমর সঙ্গে ইমনের দেখা হয়। পরিচয় থেকে প্রেম। কিন্তু মমর আশ্রয়দানকারী মা তার নিজের মেয়ের বিয়ে ঠিক করেন ইমনের সঙ্গে। এ নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হলে কৌশলে ইমনকে হত্যা করিয়ে মমকে আসামী বানানো হয়। বিচারে মমর জেল হয়। এমন ঘটনা দেখা যাবে ‘আগামীকাল’ সিনেমায়।

অঞ্জন আইচ পরিচালিত থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে ‘আগামীকাল’। কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইমন, মম ও টুটুল চৌধুরী। গল্প আবর্তিত হয়েছে এই তিন অভিনয়শিল্পীকে ঘিরে।

এ প্রসঙ্গে মম বলেন, ‘দীর্ঘদিন পর ভালো একটি চরিত্র পেয়েছি। থ্রিলারধর্মী গল্পের সঙ্গে ত্রিভুজ প্রেমের বিষয় রয়েছে এখানে। আশা করছি সবার ভালো লাগবে।’

ইমন বলেন, ‘গল্প প্রধান এ সিনেমায় অভিনয় করে ভালো লেগেছে। কারণ মৌলিক গল্পের পাশাপাশি নির্মাণশৈলীও ভালো ছিল।’

‘আগামীকাল’ সিনেমায় আরো অভিনয করেছেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, তারিক স্বপন প্রমুখ। মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় সিনেমাটি আগামী মার্চ মাসে মুক্তি পাবে বলে জানান এর নির্মাতা।


ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়