ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

নিরবতা ভেঙে তোপের মুখে কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ২৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরবতা ভেঙে তোপের মুখে কঙ্গনা

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের প্রতিবাদে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন নাগরিকরা। এতে যোগ দিয়েছেন ভারতের অভিনেতা-অভিনেত্রী-সংগীতশিল্পীরাও। বলিউডের জনপ্রিয় অনেক শিল্পী এ বিষয়ে প্রতিবাদ করলেও এতদিন চুপ ছিলেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত।

গতকাল সোমবার কঙ্গনা অভিনীত ‘পাঙ্গা’ সিনেমার ট্রেইলার লঞ্চিং হয়েছে। এসময় উপস্থিত হয়েছিলেন তিনি। এ অনুষ্ঠানে নিরবতা ভেঙে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের বিষয়ে কথা বলেন কঙ্গনা। আর মুখ খুলেই তোপের পড়েছেন এই নায়িকা। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে।  

কঙ্গনা বলেন, ‘গণতন্ত্রের নামে জনগণের সহিংসতা চালানো ঠিক নয়। আমরা এখনো যেন প্রাক-স্বাধীনতার যুগে রয়েছি। তখন যারা আমাদের আটকে রেখেছিল তাদের বিরুদ্ধে কথা বলা এবং কর না দেওয়াটা দারুণ কিছু ছিল। কিন্তু এখন গণতন্ত্রের কারণে আপনাদের মধ্য থেকে নেতা এসেছে। তারা ইতালি কিংবা জাপান থেকে আসেননি।’

বিক্ষোভকারীদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমাদের মোট জনসংখ্যার তিন থেকে চার শতাংশ মানুষ ট্যাক্স দেন। বাকিরা তাদের উপর নির্ভর করেন। সুতরাং আপনাকে বাস, ট্রেন জ্বালানোর অধিকার কে দিয়েছে? একটি বাসের মূল্য অনেক। এটা ছোট কোনো পরিমাণ নয়। আমাদের দেশের এমন অবস্থা যে, অনেক মানুষ অপুষ্টিতে মারা যাচ্ছেন।’

অল্প সময়ের মধ্যে কঙ্গনার এমন বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় সমালোচনার ঝড়। তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। কঙ্গনার এমন বক্তব্যের প্রতিবাদে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া টুইটে লিখেন, ‘তিন থেকে চার শতাংশ মানুষের দেওয়া করের উপর দেশ নির্ভরশীল নয়। দিন মজুর থেকে শুরু করে কোটিপতি প্রত্যেকে কর দেন। একজন শ্রমিক যখন লবণ কিনেন তখন তিনি কর দেন। অর্থ খরচ করে শ্রমিকরা যখন সিনেমা দেখেন তা থেকে অভিনয়শিল্পীরা আয় করেন। সুতরাং আপনি চিন্তা করেন কে কার উপর নির্ভরশীল।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়