ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছোট চলচ্চিত্রে পারিবারিক নির্যাতনের চিত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছোট চলচ্চিত্রে পারিবারিক নির্যাতনের চিত্র

বিয়ের পর থেকেই লিয়াকত হাসান স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে আসছেন। এক সময় তার নির্যাতনের মাত্রা চরমে ওঠে যায়। এদিকে সংসারে আসে এক সন্তান। কিন্তু লিয়াকত সাহেব সন্তানের জন্ম পরিচয় নিয় প্রশ্ন তুলেন। তাকে সন্তান হিসেবে মেনে নিতে পারেন না। এজন্য একমাত্র সন্তানকেও কারণে-অকারণে মারধর করেন। এভাবে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন মা-ছেলে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরেকটি সকাল’। মেসফির আয়াজ নিরবের গল্প ও অনিক সরকারের রচনায় এটি নির্মাণ করেছেন মামুনুর রশীদ। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—লুৎফুর রহমান জর্জ, শিরীন আলম, মেসফির আয়াজ নিরব ও পৌষাল রহমান।

সম্প্রতি নগরীর উত্তরার স্বপ্নীল শুটিং হাউসে থিয়েট্রিক্যাল মিক্সড স্টোরিস প্রযোজিত এ চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। নির্মাতা সূত্রে জানা যায়, প্রথমে চলচ্চিত্রটি বিভিন্ন উৎসবে প্রদর্শিত হবে। এরপর থিয়েট্রিক্যাল মিক্সড স্টোরিসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়