ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কে এই নারী?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কে এই নারী?

‘ধসে যাওয়া বিল্ডিংয়ের স্তুপে চাপা পড়ে আছে এক নারী। এক চোখ বন্ধ, অন্যটি খানিকটা খোলা। বন্ধ চোখ আঘাতে ফুলে গেছে। মুখের নানা জায়গায় ক্ষত, ছোপ ছোপ রক্ত। তাতেও লেগে আছে ধুলাবালি।’—একটি দৃশ্যে এভাবে ক্যামেরাবন্দি হয়েছেন হালের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

এসবই একটি একক নাটকের। ‘শিফট’ নামে এ নাটকের গল্প অভিনেতা আফরান নিশোর। রচনা করেছেন ইসতিয়াক অয়ন। পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি।

এ নির্মাতা বলেন, ‘ভালোবাসার গভীরতা মাপার একক হলো—দুঃসময়। মানুষ কোন সময় তার ভালোবাসার মানুষকে সবচেয়ে বেশি অনুভব করে? সম্ভবত মৃত্যুর সময়! ভালোবাসার কাছে মৃত্যুও হার মানে। ভালোবাসার এই জিতে যাওয়া গল্প নিয়ে গড়ে উঠেছে এই নাটকের গল্প।’

এতে মেহজাবিন চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, আশরাফুল আলম প্রমুখ। স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন ফয়সাল আজাদ। প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ নাটক।



ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়