ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেঘবাড়িতে বসবে তারার হাট

প্রকাশিত: ০৮:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেঘবাড়িতে বসবে তারার হাট

ফাইল ফটো

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। কয়েকমাস আগে এ সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আবারও সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হন।

চলচ্চিত্র শিল্পী, নির্মাতা, প্রযোজক ও সাংবাদিকদের নিয়ে বনভোজনের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী ২৯ ফেব্রুয়ারি গাজীপুরের মেঘবাড়িতে বনভোজনের আয়োজন করা হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ প্রসঙ্গে জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘চলচ্চিত্রের নবীন-প্রবীণ সকল শিল্পীদের উপস্থিতিতে মুখরিত হবে এবারের বনভোজন। অতীতের তুলনায় এবার আরো জাঁকজমকপূর্ণ হবে। শিল্পীরা একটি দিন আনন্দ করবে, একে অপরের সঙ্গে দেখা হবে, আড্ডা দিবে- এমন পরিবেশ তৈরি করতেই এই বনভোজনের আয়োজন। এবারের আয়োজনে কোনো কিছুর কমতি থাকবে না বলে আশা করছি। সবাইকে নিয়ে আনন্দঘন মিলনমেলা করতে চাই।’

ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ-নবীনসহ প্রায় ছয়শত শিল্পী একত্রিত হবেন। বনভোজনে তারকাদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বলে জানান জায়েদ খান।

 

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়