ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাম্পের বক্তৃতায় শাহরুখের ‘ডিডিএলজে’ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের বক্তৃতায় শাহরুখের ‘ডিডিএলজে’ (ভিডিও)

দুই দিনের সফরে ভারতে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। দেশটিতে এটি তার প্রথম সফর।

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে বক্তৃতা দিয়েছেন ট্রাম্প। এই বক্তৃতার একটি অংশ এখন রীতিমতো ভাইরাল। ট্রাম্প বলেন, ভারত এমন একটি দেশ যেখানে বছরে ২ হাজারের বেশি সিনেমা তৈরি হয়। বলিউড নামে পরিচিত ইন্ডাস্ট্রিতে অনেক জিনিয়াস ও সৃজনশীল ব্যক্তি রয়েছেন। ভাংরা, সংগীত, নাচ, রোমান্স, ড্রামা এবং ডিডিএলজে (দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে) ও শোলে’র মতো কালজয়ী সিনেমা পুরো বিশ্বের মানুষকে বিনোদিত করছে। 

ট্রাম্পের এই বক্তৃতা শুনে উপস্থিত সকলেই করতালি ও হর্ষধ্বনিতে মেতে ওঠেন। ডিডিএলজে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এই বক্তৃতায় পর বেশ আনন্দে তার ভক্তরা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই ভিডিও এখন ভাইরাল।

এর আগে ২০১৬ সালে ভারতে আসেন সেই সময়ের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে দেয়া বক্তৃতার এক পর্যায়ে তিনি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার সংলাপ বলার চেষ্টা করেন। তিনি বলেন, ‘সিনোরিটা, বাড়ে বাড়ে দেশো ম্যায়’। এরপর তার স্বাভাবিক বক্তৃতা দেন তিনি। ওবামার বক্তৃতার ভিডিওটি সেই সময় ভাইরাল হয়।

দেখুন: ট্রাম্পের বক্তৃতার ভিডিও

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়