বরুণ আউট, টাইগার ইন
রেমো ডিসুজা পরিচালিত সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। এতে অভিনয় করেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। গত ২৪ জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। কিন্তু বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। এটি মূলত ‘এবিসিডি-২’ সিনেমার সিক্যুয়েল।
এদিকে শোনা যাচ্ছে, নাচভিত্তিক আর কোনো সিনেমার অংশ হতে চাইছেন না বরুণ। বিষয়টি তিনি পরিচালক রেমো ডিসুজাকে জানিয়ে দিয়েছেন। বরুণের পরিবর্তে রেমোর নাচভিত্তিক পরবর্তী সিনেমায় অভিনয় করবেন টাইগার শ্রফ। ডেকান ক্রনিকল এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটিতে একটি সূত্র বলেন, ‘‘দ্য ফ্লায়িং জেট’ সিনেমায় রেমো ও টাইগার শ্রফ একসঙ্গে কাজ করেছিলেন। এটি মুক্তি পায় ২০১৬ সালে। তখন পরস্পরকে কথা দিয়েছিলেন ভবিষ্যতে নাচের একটি সিনেমা একসঙ্গে করবেন তারা। এরপর বরুণকে নিয়ে ‘এবিসিডি-২’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ এবং সালমান খানকে নিয়ে ‘রেস থ্রি’ সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এবার রেমো-টাইগার একসঙ্গে নাচের সিনেমা করার জন্য প্রস্তুত রয়েছেন।’’
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম