ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুজিববর্ষে তারকাদের শুভেচ্ছা

প্রকাশিত: ১০:৪৯, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিববর্ষে তারকাদের শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন দেশের জনগণ। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও তাদের ফেসবুকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।

চিত্রনায়ক ওমর সানি লিখেছেন, ‘শততম শুভ জন্মদিন হে মহানায়ক।’ অনন্ত জলিল লিখেছেন, ‘১৭ মার্চ ২০২০, জাতির পিতার জন্মশতবার্ষিকী। তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

এছাড়া ফেসবুক লাইভে অনন্ত জলিল বলেন, ‘আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীন নাগরিক। আমরা গর্বিত, বাংলাদেশ স্বাধীন একটা দেশ। বন্ধুরা আমরা সবাই তাঁর জন্য দোয়া করি। আল্লাহ তা’লা তাকে যেন বেহেশত নসিব করেন। আমিন। খোদা হাফেজ।’

অভিনেত্রী জয়া আহসান প্রিয় নেতাকে স্মরণ করে লিখেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি’। জায়েদ খান লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় বঙ্গবন্ধু, প্রিয় জাতির পিতা, জয় বাংলা।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি’। মাহিয়া মাহি লিখেছেন, ‘শুভ জন্মদিন হে জাতির পিতা...অতল, অনিঃশেষ শ্রদ্ধা এই শুভক্ষণে’। আরিফিন শুভ লিখেছেন, ‘হে জাতির পিতা শুভ জন্মদিন’।

সাইমন সাদিক লিখেছেন, ‘হে বন্ধু, বঙ্গবন্ধু। আমরা কেন তোমার মতো আর একজন নেতা পেলাম না? কেন আমরা আর একজন দেশপ্রেমিক পেলাম না? কেন আমরা আর একজন বন্ধু পেলাম না? তোমার জন্যই আমরা অনেক সম্মানের সাথে বলতে পারি, আমি বাংলাদেশি, বাঙালি। আর তুমি মানেই বাংলাদেশ’। এছাড়াও এই প্রজন্মের অনেক তারকাই প্রিয় নেতাকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়