ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনা নিয়ে অপুর পরামর্শ (ভিডিও)

প্রকাশিত: ১৩:০৩, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে অপুর পরামর্শ (ভিডিও)

করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক বিরাজ করছে। এই ভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে ভক্তদের পরামর্শ দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ সন্ধ্যায় অপু বিশ্বাস রাইজিংবিডির ফেসবুক পেজের মাধ্যমে তার ভক্তদের এ সংক্রান্ত কিছু পরামর্শ দেন। ফেসবুক লাইভে এ চিত্রনায়িকা বলেন, ‘এখন আমরা একটি দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে- করোনাভাইরাস। আমরা চাইলেই এই ভাইরাস থেকে দূরে থাকতে পারি। এক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। প্রবাসী ভাই-বোনেরা যারা দেশে এসেছেন প্লিজ নিয়ম-কানুন মেনে চলুন। আপনারা ১৪ দিন নিয়ম মেনে চললে আমরা সকলেই ২০ যুগ ভালো থাকবো।’

তিনি আরো বলেন, ‘একজন কর্মজীবী মা হিসেবে আমাকে বাইরে যেতে হয়। কিন্তু বাইরে থেকে ঘরে ফিরে প্রথমেই আমি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত-মুখ ধুয়ে শাওয়ারে চলে যাই। শাওয়ার শেষে ড্রেসগুলো ওয়াশে দিয়ে দেই। এর পরে আমি আমার বাচ্চার কাছে যাই। আশা করছি আপনারও এটা করবেন। আমার বাসার সবাই এটা করেন।’

তিনি বলেন, ‘আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই ভাইরাস প্রতিরোধ করতে পারবো। এজন্য সকলের ব্যক্তিগত সচেতনতা জরুরি। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, প্লিজ অবাধে ঘোরাফেরা করবেন না। হোম কোয়ারেন্টাইন মেনে চলে পুরো জাতিকে নিরাপদ থাকতে সহযোগিতা করুন। আমার সোনার বাংলা আরো সুন্দর হবে আপনাদের এক একজনের দায়িত্ববোধ থেকে।’




ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়