ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বৃদ্ধদের কান ধরানোর ঘটনায় কেয়ার নিন্দা

প্রকাশিত: ০৭:১৮, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃদ্ধদের কান ধরানোর ঘটনায় কেয়ার নিন্দা

মাস্ক না পরে বাইরে বের হওয়ায় তিন বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছেন যশোরের এক ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার মনিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান ভ্রাম্যমাণ আদালতে এ শাস্তি দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মুঠোফোনে ওই ব্যক্তিদের ছবি তুলেন এবং রাতে সেসব ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সামলোচনার ঝড় ওঠে।

এমন কাজের সমালোচনা করেছেন চিত্রনায়িকা কেয়া। এ অভিনেত্রী তার ফেসবুকে ঘটনার নিন্দা জানিয়ে লিখেন, ‘এই মহিলা কি জ্ঞান শূণ্য? এ রকম বাবার বয়েসি মানুষকে কোন জ্ঞানে কান ধরায়। কতটা অসুস্থ মনমানসিকতার হলে একজন মানুষ এমন কাজ করতে পারে। নিন্দা জানাই।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের কিছু অংশ কেয়া তার ফেসবুকে তুলে ধরে লিখেন, ‘সরকারি কর্মচারীদের বলি, মনে রেখো, এটা স্বাধীন দেশ। এটা ব্রিটিশের কলোনী নয়। পাকিস্তানের কলোনী নয়। যে লোককে দেখবে, তার চেহারাটা তোমার বাবার মতো, তোমার ভাইয়ের মতো। ওরই পরিশ্রমের পয়সায় তুমি মাইনে পাও। ওরাই সম্মান বেশি পাবে। কারণ ওরা নিজেরা কামাই করে খায়।

আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় ওই গরীব কৃষক। আপনার মাইনে দেয় ওই গরীব শ্রমিক। আপনার সংসার চলে ওই টাকায়। আমরা গাড়ি চড়ি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলুন, ইজ্জত করে কথা বলুন। ওরাই মালিক। ওদের দ্বারাই আপনার সংসার চলে।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়