ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনায় আক্রান্ত মারুফ, দোয়া চাইলেন কাজী হায়াৎ 

প্রকাশিত: ১৮:১২, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত মারুফ, দোয়া চাইলেন কাজী হায়াৎ 

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী। এ খবর নিশ্চিত করে বরেণ্য নির্মাতা কাজী হয়াৎ তার পুত্র ও পুত্রবধূর জন্য দোয়া চেয়েছেন।

কাজী হায়াৎ বলেন, ‘গতকাল একটা দুঃসংবাদ পেলাম—আমার ছেলে মারুফের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। মারুফের শরীরেরও করোনার লক্ষণ দেখা দিয়েছে। পুত্র ও পুত্রবধূর জন্য সবাই দোয়া করবেন। তারা যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে।’

মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কাজী মারুফ ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। প্রথম সিনেমায় অভিনয় করেই তার হাতে উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়