ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিনেমাকর্মীদের পাশে সালমান, যা বললেন সেলিম খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিনেমাকর্মীদের পাশে সালমান, যা বললেন সেলিম খান

ভারতে লকডাউনের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই সময় সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া দিন মজুর।

এদিকে বলিউড ইন্ডাস্ট্রির খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমান খান। ২৫ হাজার দিন মজুর সিনেমাকর্মীর খাওয়া ও আর্থিক সাহায্যের দায়িত্ব নিয়েছেন বলিউডের ‘ভাইজান’।

এ প্রসঙ্গে এই অভিনেতার বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান বলেন, ‘আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না কারণ বেশি কিছু জানি না। কিন্তু আমাদের পরিবারের একটি নীতি আছে— আমাদের টাকা যেখানেই যাক শুধু তারা জানবে, আর কোনো কাজে আসতে হবে। গত পনেরো দিন ধরে আমাদের বিল্ডিং ও সালমানের নিরাপত্তাকর্মীদের খাবারের ব্যবস্থা করছি। নিজেদের কর্মীদের দেখাশোনা আমাদেরই করতে হবে।’

সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠানের দেখাশোনা করেন তার ভাই নির্মাতা-অভিনেতা আরবাজ খান। তিনি বলেন, ‘আমরা সকল কর্মীদের বলেছি বাড়িতে থাকতে। তাদের বেতন ও অন্যান্য জিনিসের দেখাশোনার দায়িত্ব নিয়েছি।’

এর আগে ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লোয়িসের সভাপতি বিএন তিওয়ারি বলেন, ‘সালমান খান তার বিয়িং হিউম্যান দাতব্য সংস্থার মাধ্যমে দিন মজুর সিনেমাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের প্রায় পাঁচ লাখ কর্মী রয়েছে, যাদের মধ্যে ২৫ হাজার মানুষের অর্থনৈতিক অবস্থা সচ্ছল নয়। বিয়িং হিউম্যান তাদের দায়িত্ব নিয়েছে। তারা এই ২৫ হাজার কর্মীর অ্যাকাউন্ট নম্বর নিয়েছে, যেন সকলের কাছে সাহায্য পৌঁছেছে কিনা তা নিশ্চিত হতে পারে।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়