ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাউকে পেলেই হিমাগারে পাঠিয়ে দেই: আসিফ

প্রকাশিত: ১১:১৪, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাউকে পেলেই হিমাগারে পাঠিয়ে দেই: আসিফ

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। ভক্তদের সঙ্গে তার যোগাযোগও বেশ ভালো। ভক্তদের প্রত্যেকটি মন্তব্য পড়েন তিনি। তবে দুষ্ট প্রকৃতির লোকদের ফেসবুকে আজীবনের জন্য ব্লক করে থাকেন। আজ সোমবার আসিফ আকবর এক স্ট্যাটাসে এসব কথা জানান।

আসিফ তার ফেসবুকে লিখেন, ‘ফেসবুক ব্যবহারের পর থেকে ফ্যানদের সাথে যোগাযোগের একটা মাধ্যম হয়েছে। শুরু থেকে আমি পেজের শৃঙ্খলার ব্যাপারে কঠোর। কারণ এখানে সবার অবাধ প্রবেশাধিকার। পোস্টের বাইরে অহেতুক পাকামো করলে কিংবা জ্ঞানপাপী প্রতীয়মান হলে সঙ্গে সঙ্গে শাটডাউন লাইফটাইম। প্রশংসার সাথে গঠনমূলক সমালোচনা মেনে নেই। লাইক কমেন্ট করতে পারি বা না পারি প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, শুধু বেয়াড়াদের নিয়ন্ত্রণের জন্য। গত ছয় বছরে অন্তত দুই লাখ বন্য ফেসবুকারকে ব্লক মারা হয়েছে পেজ থেকে।’

তিনি আরো লিখেন, ‘বাংলাদেশে অনেক শিল্পীর বিশাল ফ্যানবেজ এবং ফ্যানপেজ আছে। আমি লক্ষ্য করেছি তাদের বেশির ভাগই ছবি বা লেখা পোস্ট করে খালাস। এক শ্রেণির স্পেশালাইজড বেয়াদব অনবরত ফালতু কমেন্ট করেই যাচ্ছে সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই, লাইক দেখেই শান্তি। মেয়েরা কমেন্ট করে দ্বিধাগ্রস্ত হয়ে, ফেবু রোমিওরা ওদের বিরক্ত করতে থাকে। এ সমস্ত কারণে মহিলারা ইচ্ছে হলেও কমেন্ট করেন না। আমি সময় বের করে এই সমস্ত আউট’ল দের ওপর তীক্ষ্ম নজর রাখি, কাউকে পেলেই হিমাগারে পাঠিয়ে দেই। সেক্ষেত্রে আমার পেজ ঘুরে দেখে আসতে পারেন, নিঃসন্দেহে আসিফ ভেরিফায়েড পেজটা সবচেয়ে সুশৃঙ্খল।’ 

শুধু লাইক এবং ফলোয়ারের সংখ্যার দিকে তাকিয়ে থাকলে হবে না। পেজে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে আসিফ লেখেন, ‘অন্যথায় বেয়াদব মন্তব্যকারীদের প্রশ্রয় দেয়ার অভিযোগে আপনি নিজেও বেয়াদব হিসেবে চিহ্নিত হবেন। এরা প্রশ্রয় পেয়ে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে বেপরোয়া হয়ে যায়। ধর্মীয় সেনসিটিভ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে অতি উৎসাহীদের নিয়ন্ত্রণে রাখি সবসময়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া আমার পবিত্র ধর্ম ইসলাম সমর্থন করে না, আমিও করি না। মানবিক গুণাবলীর বিকাশ ঘটুক, আমরা আরো সহিষ্ণু হই, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের ভিত্তিতে সামাজিক যোগাযোগ এবং বন্ধন অব্যাহত থাকুক। অপারেশন ক্লীন ফেসবুক চলবে বিরামহীন। মুরুব্বীরা সহি বলে গেছেন—দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়