ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘গুজবের শেষ পরিণতি গজব’

প্রকাশিত: ০৬:১৯, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গুজবের শেষ পরিণতি গজব’

মহামারি করোনা নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেকে না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ও গুজব ছড়াচ্ছেন। এ গুজবের বিরুদ্ধে মুখ খুললেন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ।

আনজাম মাসুদ তার ফেসবুকে লিখেন, ‘বরাবরই আমি আশাবাদী মানুষ। আমার মতে নৈরাশ্যবাদীরা হয় কাপুরুষ। দুর্বল চিত্তের মানুষ কঠিনেরে জয় করতে পারে না। অনেকের অনেক মন্তব্য, উপলব্ধি দেখতে পাচ্ছি ফেসবুকে। তাঁরা তাদের দৃষ্টিকোণ থেকে যে যা ভালো মনে করেছেন লিখেছেন। অনেকগুলো পুরোপুরি যুক্তিযুক্ত, আবার কিছু কিছু আছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারকে হেয় করার জন্য বলা।’

তিনি আরো লিখেন, ‘মানুষের চিত্তকে দুর্বল করার জন্য গুজব রটাচ্ছে, মনে রাখবেন গুজবের শেষ পরিণতি গজব। যাই বলি না কেন আমি প্রচণ্ডভাবে আস্থা রাখি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। নিশ্চয় তিনি আমাদের রক্ষা করবেন। দরকার দৃঢ় মনোবল এবং আতঙ্ক মুক্ত ২৪ ঘণ্টা, তাহলে দেখবেন ফুরফুরে থাকবে আপনার মন। ঘরে বসে সৃষ্টিকর্তার প্রতি দরখাস্ত করেন যেন পরম করুণাময় আমাদের রক্ষা করেন। ঘরে থাকুন সাবধানে থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। সবার জন্য শুভকামনা।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়