ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নির্মাতার প্রশ্ন, করোনা শেষে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কীভাবে হবে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ১২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্মাতার প্রশ্ন, করোনা শেষে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কীভাবে হবে?

করোনাভাইরাসের বিস্তার রোধে নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি।

এদিকে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন পিকু সিনেমাখ্যাত পরিচালক সুজিত সিরকার। এতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য কীভাবে শুটিং করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই নির্মাতা।

তিনি লিখেছেন, ‘করোনাভাইরাসের প্রকোপ কমে গেলে সিনেমা বিশ্ব কীভাবে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করবে, যা আগে পরিকল্পনা করা হয়েছিল। বিশেষ করে চুম্বন ও আলিঙ্গনের দৃশ্যগুলো। কতটুকু দূরে অথবা কাছে থাকবে… নাকি এই সকল অন্তরঙ্গ দৃশ্য কিছু সময়ের জন্য বিকল্প উপায়ে তুলে ধরা হবে!’

এর প্রতিক্রিয়ায় অভিনেত্রী দিয়া মির্জা লিখেছেন, ‘গুরু, সিনেমা নির্মাণের পুরো প্রক্রিয়াটিই অন্তরঙ্গ ব্যাপার। অনেক মানুষ একত্রিত হয়ে সামঞ্জস্য রেখে মুহূর্তের পর মুহূর্ত তৈরি করে। আপনি অন্তরঙ্গ দৃশ্যের কথা বলছেন, সবকিছু কীভাবে পরিবর্তন হবে? আমরা কি ক্রু হিসেবে মাস্ক আর গ্লাভস পরব? সময়ই বলে দেবে।’

ভক্তরাও এ বিষয়ে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘প্রধানমন্ত্রী যদি ২১ বছর আগে ফিরে যেতে বলেন অবাক হবো না। যখন অন্তরঙ্গ দৃশ্যের পরিবর্তে ফুল অথবা আকাশের দৃশ্য দেখানো হতো।’ অপর একজন লিখেছেন, ‘৬০/৭০ দশকে ফিরে যান, দুটি ফুলের দৃশ্য দেখান।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়