ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জুনেও হচ্ছে না ‘কান চলচ্চিত্র উৎসব’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুনেও হচ্ছে না ‘কান চলচ্চিত্র উৎসব’

বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান। করোনাভাইরাসের কারণে আগামী জুনেও এই উৎসব হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আগামী মে মাসে এ উৎসবের ৭৩তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছিলেন, জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে এই অনুষ্ঠানের আয়োজন করবেন।

সম্প্রতি ফ্রান্সের লকডাউন ১১ মে পর্যন্ত বাড়ানো হয়। এরপর আয়োজকদের পক্ষ থেকে নতুন এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত সোমবার ফ্রান্সের রাষ্ট্রপতির ভাষণের পর আমরা কান চলচ্চিত্র উৎসব স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। বিকল্প হিসেবে জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে আয়োজনের যে পরিকল্পনা ছিল তাও হচ্ছে না। চলতি বছর মূল ধারা অব্যাহত রেখে কান চলচ্চিত্র উৎসবের আয়োজন হবে— এটি এখন চিন্তা করা কঠিন।’ তবে বিকল্প কোনো উপায়ে এটি আয়োজন করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে।

শুরুর পর দ্বিতীয়বারের মতো বাতিলের শঙ্কায় বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট এই আসর। এর আগে ফ্রান্সে শিক্ষার্থীদের দাঙ্গার কারণে ১৯৬৮ সালে এই উৎসব বাতিল হয়।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়