ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মায়ের পুরোনো অনেক চিঠি খুঁজে পেয়েছি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মায়ের পুরোনো অনেক চিঠি খুঁজে পেয়েছি’

আফসানা মিমি

টেলিভিশন নাটক সংশ্লিষ্ট চারটি সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, গত ২২ মার্চ থেকে টিভি নাটকের সব ধরনের শুটিং বন্ধ রয়েছে। ঘরে বন্দি সময় কাটাচ্ছেন শিল্পী-কুশলীরা। অন্যদের মতো ঘরেই সময় কাটছে জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমিরও।

তবে চার দেওয়ালে বন্দি থেকে মোটেও বিরক্ত লাগছে না মিমির। এ অভিনেত্রী বলেন, ‘ঘরবন্দি থাকার এ যুদ্ধটা আমার কাছে সহজ মনে হয়। এখন অনেক কিছু করার আছে। জীবনে চলার পথে অনেক জঞ্জাল জমে যায়। এখন এসব পরিষ্কার করার উপযুক্ত সময়।’

লকডাউনের কারণে বাসার গৃহকর্মী ছুটিতে রয়েছে। এজন্য বাসার সব কাজও নিজেই করছেন মিমি। তিনি বলেন, ‘লকডাউনের আগে যে কাজ গৃহকর্মী করতো তা এখন নিজে করছি। নতুন করে নিজেকে জানার সুযোগ হয়েছে। বাবাকে সময় দিচ্ছি। টিভি দেখছি, গান শুনছি। বাড়িতে যত ছবির অ্যালবাম রয়েছে সেগুলো গোছাচ্ছি। এ কাজ করতে গিয়ে, মায়ের পুরোনো অনেক চিঠি খুঁজে পেয়েছি।’

এক সময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন মিমি। এখন অভিনয়ে নেই বললেই চলে। তবে নির্মাণে তুলনামূলক বেশি নিয়মিত। কিছুদিন আগে ‘রুম নাম্বার ৪০৪’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন মিমি। এর সব কাজ প্রায় শেষ। লকডাউন উঠে গেলে মুক্তি পাবে এটি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়