ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘অবহেলিত গানের মানুষদের সুযোগ দিতেই আমার গান’

প্রকাশিত: ০৯:২৫, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘অবহেলিত গানের মানুষদের সুযোগ দিতেই আমার গান’

সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। শুরু থেকেই শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। এবার তারা সংগীত প্রতিভাদের খুঁজে বের করতে ‘ধ্রুব মিউজিক আমার গান’ এর আয়োজন করেছে।

দেশের বিভিন্ন প্রান্তে যারা নিজে গান লিখতে, সুর করতে ও নিজেই গাইতে পারেন তাদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন। এ প্রসঙ্গে ধ্রুব মিউজিকের কর্ণধার ধ্রুব গুহ রাইজিংবিডিকে বলেন, ‘অনেক দিন আগে থেকেই এমন একটি আয়োজনের কথা ভাবছিলাম। গত মার্চে এর কার্যক্রম শুরু করার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর হয়ে উঠেনি। দীর্ঘ লকডাউন শেষে এখন মানুষ স্বাভাবিক পরিস্থিতিতে ফিরেছেন। তাই আবার শুরু করলাম। প্রতিভা আছে কিন্তু সুযোগের অভাবে যারা গান করতে পারছে না তাদের জন্য এই আয়োজন। অবহেলিত গানের মানুষদের জন্য আমার গান।’

তিনি আরো বলেন, ‘আগামীকাল ৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত যেকোনো মাধ্যম থেকে গান রেকর্ড করে পাঠানো যাবে ধ্রুব মিউজিক স্টেশনের ঠিকানায়। এর মধ্য থেকে প্রাথমিকভাবে সেরা ৩০ জন বাছাই করা হবে। এই ৩০ জনকে নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সেরা ৪ জনের গান অবলম্বে নির্মিত হবে নাটক। সেরা ১০ জনের মৌলিক গান প্রযোজনা করবে ধ্রুব মিউজিক স্টেশন। এসব বিষয় বিস্তারিত জানতে ধ্রুব মিউজিক ষ্টেশনের ফেসবুক পেজে চোখ রাখুন।’

 

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ