ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কথা রাখলেন অনন্ত জলিল

প্রকাশিত: ১৫:৩২, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কথা রাখলেন অনন্ত জলিল

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দিন ঘরবন্দি চলচ্চিত্রের শিল্পীরা। অসচ্ছল শিল্পীরা অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে ডিপজল, অনন্ত জলিলসহ বেশ কয়েকজন তারকা এসব শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন।

এদিকে আবারো চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা অনন্ত জলিল অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের সবার প্রিয় অনন্ত ভাই সবসময় আমাদের পাশে থেকেছেন। অসচ্ছল শিল্পীদের পাশে থেকেছেন। এর আগে আমাদের শিল্পী সমিতির বনভোজনে তাকে অনুরোধ করেছিলাম শিল্পী সমিতির ফান্ডে কিছু অর্থ দেওয়ার জন্য। আমাদের অনুরোধ রেখে সেইদিনই ঘোষণা দিয়েছিলেন সমিতির ফান্ডে পাঁচ লাখ টাকা দেবেন। প্রতিশ্রুতিমতো আগামী ১১ জুলাই সমিতির ফান্ডে এই টাকা দেবেন তিনি। তাছাড়া ঈদুল আজহা উপলক্ষে অসচ্ছল শিল্পীদের খাদ্যদ্রব্য দেবেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।’

সিআইপি ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ’—পর্দায় অনন্ত জলিলের এমন সংলাপ এখনো মানুষের মুখে মুখে। রুপালি পর্দার মতো বাস্তব জীবনেও মহানুভবতার পরিচয় দিয়েছেন তিনি। অসংখ্যবার তাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়