ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভালোবাসা দিবসে সিডি চয়েস-এর ১৬ অ্যালবাম

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভালোবাসা দিবসে সিডি চয়েস-এর ১৬ অ্যালবাম

সিডি চয়েস ১৬ অ্যালবামের মোড়ক খুলছেন শিল্পী ও অতিথিরা

রাহাত সাইফুল
ঢাকা, ১১ ফেব্রুয়ারি : বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে সিডি চয়েস মোট ১৬টি অ্যালবাম বাজারে ছেড়েছে। এ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি সন্ধায় এই অ্যালবামগুলোর একটি রেস্টুরেন্টে মোড়ক উম্মোচন করা হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী খুরশীদ আলম। আরো উপস্থিত ছিলেন সিডি চয়েসের কর্ণধার শেখ সুমন এমদাদ, জানে আলম, মানাম আহম্মেদ, সুরকার আজমীর বাবু, সাবেক সংসদ সদস্য মনিরুজ্জামান বিশ্বাস এবং অ্যালবামের শিল্পী, গীতিকার ও কলাকুশলীরা।

এতে খুরশীদ আলম  বলেন, ‘সিডি চয়েস ২০১৪ সালে যে রিস্কস নিলেন তা সত্যেই প্রসংশনীয়। নতুন শিল্পীদের বলবো তেমরা উচ্চারনের দিকে বেশী গুরুত্ব দিবে। এতগুলো নতুন শিল্পীদের মধ্যে শুধু আমিই পুরনো। সব মিলিয়ে এখানে এসে ভালো লাগলো’।

নতুন অ্যালবামগুলো হল

৪. শফিক এর একক অ্যালবাম ‘ভালোবাসার বসন্ত’। এতে শফিকের সহশিল্পী ন্যান্সি, নির্ঝর, খেয়া। গান লিখেছেন শফিক তুহিন, দেলোয়ার আরজুদা শরফ, রবিউল ইসলাম জীবন, নাজির মাহমুদ, সাইফ মাসুম, লালন লোহানী, ফয়সাল। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু ও সাইফ মাসুম।

৫. জীবন খানের একক ‘জীবন জুড়ে তুমি’। তার সহশিল্পী নওমী, নির্ঝর, মোহনা। গান লিখেছেন শফিক তুহিন, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, ইকবাল খন্দকার, জীবন খান। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, সজিব দাস, রাফি।

৬. অয়ন চাকলাদার  ফিচারিং পলাশ অ্যালবাম ‘দেহ গাড়ি’। অ্যালবামটিতে গান লিখেছেন এস এ বিপুল। আর সংগীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার।

৭. শুভ চৌধুরীর  একক ‘ভালোবাসি তোমায়’। এই অ্যালবামে শুভ চৌধুরীর সহশিল্পী লিজা, ফারাবী, সাবা, হেমা। গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, এ. মিজান, ওমর ফারুক, অমিত, সজল, শামীম। আর সংগীত পরিচালনা করেছেন অমিত, অনিক, আদনান।

৮. শাহরিয়ার বাঁধনের একক এ্যালবাম ‘এইতো তুমি’। এই অ্যালবামে শাহরিয়ার বাধনের সহশিল্পী নির্ঝর, মোহনা, নওরীন, অভি, নিশি, টুম্পা, আর্শিনা প্রিয়া। গান লিখেছেন জাহিদ আকবর, ফয়সাল রাব্বিকীন, লিমন আহমেদ, জিয়াউদ্দিন আলম, ইমরান খান, শামীম, শাহরিয়ার বাঁধন, রাব্বী, এস.আই শহীদ। সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক, তৌসিফ, অয়ন, রেজোয়ান শেখ, পলাশ ফারুকী, সূচী শামস্।

৯. রাজীব ফিচারিং ‘ইটস অনলি লাভ’ অ্যালবামে গান গেয়েছেন সুজন আরিফ, নির্ঝর, টিপু, হাসান আবিদুর রেজা জুয়েল, সন্দিপন, লুৎফর হাসান, রুপম, সজল, শামীম, নাজু, তাপসী রুমা, মারিয়া, শিউলী, ঝর্ণা

১০. রাকিব মুছাব্বির  ফিচারিং ‘রোদেলা আকাশ’-এ গান গেয়েছেন কাজী শুভ, পূজা, তৌসিফ, ইলিয়াস হোসাইন, অয়ন, আনিসা, শাহেদ, ফারাবী, কেয়া, এম.এস.রানা, হেমা। গান লিখেছেন ওমর ফারুক, এ. মিজান, রেজাউর রহমান রিজভী, এম. এস. রানা, তারেক ফিরোজ, বোরহান বিশ্বাস, অরণ্য পাশা, শেখ সুমন এমদাদ, সুমন মোস্তফা। আর সংগীত পরিচালনা করেছেন রাকিব মোসাব্বির।
 
১১. লুৎফর হাসান এর আয়োজনে ‘আমায় নিয়ে চলো’ অ্যালবামে গান গেয়েছেন ইমরান, কাজী শুভ, পূজা, লুৎফর হাসান, আরফিন সুমি, সুজন আরিফ, ইলিয়াস হোসাইন, ফারাবী, কর্ণিয়া, রোমান, রুমঝুম,  এম.এস. রানা, হেমা। গান লিখেছেন এ.মিজান, ফারহানা শায়লা, হেলাল ওয়াদুদ, ইশতিয়াক আহমেদ, লুৎফর হাসান, সেজুল হোসেন। আর সংগীত পরিচালনা করেছেন রাজিব হোসেন, রানা।

১৪. মিক্সড অ্যালবাম ‘ভালোবাসার অথৈ জল’। অ্যালবামে গান গেয়েছেন  ইলিয়াস, লিজা, তুষার, ফারাবি, মাহফুজ ইমরান, নাসিফ অনি, আরকে জুয়েল, আসমা, আপন, আনিসা, দেবাশীষ। গীতিকার এ.মিজান, এস.আই শহীদ, ওমর ফারুক,আপন, মশিউর বাপ্পী, দেবাশীষ। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি, নাসিফ অনি, প্রিন্স শুভ, আরকে জুয়েল, বর্ণ চৌধুরী, তুষার, মশিউর বাপ্পী, অয়ন চাকলাদার।

ছবি : লয়েড টি হালদা

 

রাইজিংবিডি / রাহাত / রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়