ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জেনেভা চলচ্চিত্র উৎসবে বিচারক সামিয়া জামান

রাশেদ শাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২৪ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেনেভা চলচ্চিত্র উৎসবে বিচারক সামিয়া জামান

সামিয়া জামান

বিনোদন ডেস্ক : জেনেভা ইন্টারন্যাশনাল অরিয়েন্টাল ফিল্ম উৎসবে (ইন্টারন্যাশনাল দো ফিল্ম ওরিয়েন্টাল ডি জেনিভ) বিচারক হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান। ২০ মার্চ থেকে শুরু হওয়া এ উৎসবে বিশ্বের গুণী পরিচালকদের সঙ্গে তিনি যোগ দিয়েছেন। এটি চলবে ২৯ মার্চ পর্যন্ত।

জানা গেছে, গত বছরে সামিয়া জামান পরিচালিত সিনেমা আকাশ কত দূরে এই উৎসবে অংশ নেয়। সেই একই উৎসবে এবার তাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।


বিশ্বের সম্মেলনের শহর হিসেবে খ্যাত জেনেভা। এই শহরেই দশমবারের মতো উৎসবটি আয়োজন করা হয়েছে। এবার ১০০টি সিনেমা অংশ নিচ্ছে। উৎসবের সিনেমাগুলো জেনেভার তিনটি স্থান ও ফ্রান্সে দেখানো হবে। এতে বাংলাদেশ থেকে শাহনেওয়াজ কাকলীর নদীজন সিনেমাটি অংশ নিচ্ছে। উৎসবের শেষ দিন এটি প্রদর্শন হবে।


স‌‌ামিয়া এর অাগে ঢাকা অান্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২ ও ১৩তম অাসরে জুরি বোর্ডের সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সদস্য হি‌‌‌সেবেও কাজ করছেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৫/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ