ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

বেলাল খানের ‘অচিনপুর’

রাশেদ শাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ১৭ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেলাল খানের ‘অচিনপুর’

বেলাল খান

বিনোদন ডেস্ক : ঈদে আসছে বেলাল খানের একক অ্যালবাম ‘অচিনপুর’। এতে মোট গান থাকছে পাঁচটি। এর মধ্যে তিনটি ডুয়েট গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কনা, পূজা ও নদী। বাকি দুটি একক গান।


অ্যালবামের গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, সজীব শাহরিয়ার, সোহানী হোসাইন, ও আরমান সিদ্দিকী। সব কয়টি গানের সুর করেছেন বেলাল খান। সংগীত পরিচালনা করেছেন জে কে। অ্যালবামটি বাজারে আসছে সুরঞ্জলির ব্যনারে।


গান গুলোর শিরোনাম হল অচিনপুর, তুমি ফিরে তাকালে, হারিয়ে যাবে, একবার শুধু বল, চান্দে যখন জোছনা লাগে ইত্যাদি।


অ্যালবামের গানগুলো প্রসঙ্গে বেলাল খান বলেন, অনেক যতœ করে গানগুলো করেছি। আশা করছি, সকলের ভালো লাগবে।


সংগীত পরিচালক জে কে বলেন, গানগুলোর কথা খুব সুন্দর। সকলেই খুব ভাল গেয়েছে। আশা করছি, অ্যালবামের গানগুলো সবাই পছন্দ করবেন।



রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৫/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়