৯৪ হলে জায়েদ-পরী-শাহরিয়াজের মাস্তানী
রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম
জায়েদ খান, পরীমনি ও শাহরিয়াজ
রাহাত সাইফুল : ঢাকাসহ সারা দেশ কাঁপাতে আগামীকাল ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছেন জায়েদ খান, পরীমনি ও শাহরিয়াজ। রকিবুল আলম রকিব পরিচালিত নগর মাস্তান সিনেমাটি সারা দেশে ৯৪ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রকিবুল আলম রকিব।
এ প্রসঙ্গে রকিবুল আলম রকিব রাইজিংবিডিকে বলেন, ‘নগর মাস্তান সিনেমাটি প্রথম সপ্তাহে সারা দেশে ৯৪টি হলে মুক্তি পাচ্ছে। একটু বেছে বেছে ভালো হল দেখে সিনেমাটি মুক্তি দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘এ সিনেমায় জায়েদ খান, পরীমনি ও শাহরিয়াজ অভিনয় করেছেন তিন জনেরই আলাদা আলাদা দর্শক প্রিয়তা রয়েছে। এ ছাড়া সিনেমাটির গল্প ও মেকিং অনেক ভালো হয়েছে। সব মিলিয়ে আশা করছি দর্শক সিনেমাটিকে ভালোভাবে গ্রহণ করবেন।’
অ্যাকশনধর্মী এ সিনেমায় জায়েদ খান, পরীমনি, শাহরিয়াজসহ সকল শিল্পীরা স্বনামেই অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন- তিতান চৌধুরী, মিশা সওদাগর, আলীরাজ, রাফজান জানি প্রমুখ।
গত বছরের ২১ আগস্ট বিএফডিসির এক নম্বর ফ্লোরে মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। এফ আর-এর ব্যানারে নির্মিত নগর মাস্তান সিনেমায় গান রয়েছে মোট ছয়টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মনির খান, আরফিন রুমি, নওমি ও রাজিব।
রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৫/রাহাত/রাশেদ শাওন
রাইজিংবিডি.কম