ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

আইটেম গানে নাচতে গিয়ে আহত নায়লা নাঈম (ভিডিও)

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২৭ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইটেম গানে নাচতে গিয়ে আহত নায়লা নাঈম (ভিডিও)

নায়লা নাঈম। ছবি : শোয়েখ মোহাম্মদ রাব্বি

রাহাত সাইফুল : নাচতে গিয়ে পড়ে গেলেন আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। গত ২৫ অক্টোবর বিএফডিসির ৪ নং ফ্লোরে রাত্রির যাত্রী সিনেমার আইটেম গানের দৃশ্যায়নের সময় তিনি সহশিল্পীদের সঙ্গে নাচতে গিয়ে মাটিতে পড়ে যান।


‘আমি সুন্দরী নারী’ শিরোনামের গানের দৃশ্যে লিফটিংয়ের সময় হঠাৎ বেসামাল হয়ে মাটিতে পড়ে যান এ অভিনেত্রী। পড়ে গিয়ে নায়লা মাথায় আঘাত পান বলে জানিয়েছেন এ সিনেমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।


এ প্রসঙ্গে সিনেমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব রাইজিংবিডিকে বলেন, ‘২৫ অক্টোবর গানের দৃশ্যে ধারণের সময় সহশিল্পীদের হাত থেকে হঠাৎ মাটিতে পড়ে ঘাড়ে ও মাথায় আঘাত পান। তবে এর পর কিছু সময় বিশ্রাম নিয়ে আবার শুটিং শুরু করেন তিনি।’


আইটেম গান প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এ গানটি বাংলাদেশে একটি দৃষ্টান্ত হবে। আইটেম গান অনেক সময় অশ্লীল হয়। অনেক সমালোচনা হয়। সবাই এক সঙ্গে দেখতে পারে না। এটি খুব শ্রুতিমধুর ভালোবাসার গান হবে। আশা করছি, ভালো সাড়া ফেলবে।’


এ প্রসঙ্গে নায়লা বলেন, ‘চ্যালেঞ্জ গ্রহণ করা আমার সব সময়ের অভ্যাস। এতটা চোট লাগার পরেও আমি কিছুক্ষণ পরই শুটিংয়ে অংশ নিয়েছি। আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো বিপদ হয়নি। দ্বিতীয় দিনে গানটির চিত্রায়ন সফলভাবে শেষ করলাম। ধন্যবাদ আমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব এবং রাত্রির যাত্রীর পুরো টিমকে।’


আসাদ খানের কোরিওগ্রাফিতে এ গানে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। সুর করেছেন রাজা কাশিফ। গানটি লিখেছেন পরিচালক নিজেই। লন্ডনের একটি স্টুডিউতে এ গানের রেকডিং সম্পন্ন হয়েছে।

রাত্রির যাত্রীর এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা- মৌসুমী, সালাহ উদ্দিন লাভলু ও আনিসুর রহমান মিলন, এটিএম এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, প্রাণ রায়সহ আরো অনেকে।

 

 দেখুন : আইটেম গানে লিফটিংয়ের সময় নায়লার পড়ে যাওয়ার দৃশ্য

 

 
Posted by Naila Nayem on Tuesday, 27 October 2015

 


রাইজিংবিডি/ঢাকা/২৭ অক্টোবর ২০১৫/রাহাত/আমিনুল ই শান্ত/রাশেদ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়