ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

‘আমার পার্বতী ফোন দিয়েছে’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১১ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমার পার্বতী ফোন দিয়েছে’

চাষী নজরুল ইসলাম ও অপু বিশ্বাস

রাহাত সাইফুল : চাষী নজরুল ইসলাম গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ক্যামেরার পেছনে পরিচালক হিসেবে সক্রিয় ছিলেন। মাঝে মাঝে তাকে সিনেমার পর্দাতেও দেখা যেত। দেশীয় চলচ্চিত্রের গুণী পরিচালকদের তালিকায় ওপরের দিকেই থাকবে চাষী নজরুল ইসলামের নাম। এই নির্মাতা একাধারে মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র বিশ্লেষক, সংগঠক। কিন্তু লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৫ সালের ১১ জানুয়ারি না ফেরার দেশে চলে গেলেন এই গুণী পরিচালক। কালজয়ী এ চলচ্চিত্রকারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

 

চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস সিনেমাটি মুক্তি পায় ২০১৩ সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে দ্বিতীয় সংস্করণ নির্মাণ করা হয়। এ সিনেমায় পার্বতী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সিনেমায় কাজ করা ছাড়াও প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের সঙ্গে ভালো একটা সর্ম্পক ছিল অপুর। 

 

অপু বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘চাষী স্যারের সঙ্গে কাজ করার ইচ্ছেটা সব সময়ই ছিল। চাষী স্যার আমাকে একদিন এফডিসিতে ডাকেন। আমি তার সঙ্গে এফডিসিতে গিয়ে দেখা করি। এ সময় তিনি আমাকে দেবদাস সিনেমায় পার্বতী চরিত্রে অভিনয় করার প্রস্তাব করেন। আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাই। চাষী স্যার দশ টাকার একটি নোটে সাইন করে আমাকে দিয়ে কাজ শুরু করেন।’

 

তিনি আরো বলেন, ‘চাষী স্যার সিনেমাটির শুটিং থেকে শুরু করে এরপর থেকে আমাকে পার্বতী বলে ডাকতেন। তিনি যখন হসপিটালে তখন আমি তার খোঁজ খবর নেয়ার জন্য আন্টিকে ফোন করি। তখন পাশ থেকে চাষী স্যার বলে আমার পার্বতী ফোন দিয়েছে? চাষী স্যারের এ কথাটাই আমি শেষ শুনি। এরপরে আর চাষী স্যারের সঙ্গে আমার কথা হয়নি।’

 

তিনি আরো বলেন, ‘তার মতো বড় মাপের নির্মাতা বাংলাদেশে চলচ্চিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৬/রাহাত/সাইফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়