ঢাকা     রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

দুই বছর পর শিল্পকলায় ‘বিনোদিনী’

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ৩০ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই বছর পর শিল্পকলায় ‘বিনোদিনী’

বিনোদিনী নাটকের দৃশ্যে শিমুল ইউসুফ

মোখলেছুর রহমান : দীর্ঘ দুই বছর পর শিল্পকলা একাডেমির মঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে মঞ্চকুসুম খ্যাত শিমুল ইউসুফের বিনোদিনী। আগামী ৩ জুন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।

বিনোদিনী দাসীর আত্মজীবনীমূলক দুটি বই ‘আমার কথা’ এবং ‘আমার অভিনয় জীবন’ আলোকে ‘বিনোদিনী’র নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নির্দেশনা দিয়েছেন- নাসিরউদ্দিন ইউসুফ। এটি ঢাকা থিয়েটারের ৩১তম প্রযোজনা।

তার আত্মজীবনীমুলক বই থেকে জানা যায়, ১৮৭৪ সালে বিনোদিনী মাত্র ১১/১২ বছর বয়সে প্রথম মঞ্চে উঠেন গ্রেট ন্যাশনাল থিয়েটার ‘শত্রুসংহার’ নাটকের মাধ্যমে। নাটকটিতে তিনি দ্রৌপদীর সখীর ভূমিকায় অভিনয় করেন। ১৮৮৬ সাল পর্যন্ত গ্রেট ন্যাশনাল, বেঙ্গল, ন্যাশনাল ও স্টার থিয়েটারে তৎকালীন যাবতীয় শ্রেষ্ঠ নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করে যশ লাভ করেন। মাত্র কয়েক বছরের মধ্যেই খ্যাতির শীর্ষে পৌঁছে যান বিনোদিনী। তার অভিনয় জীবনে মোট ৮০টি নাটকে ৯০টিরও অধিক চরিত্রে অভিনয় করেছেন। এই বিনোদিনী দাসীর শিল্পী জীবন নিয়ে গড়ে উঠেছে এ নাটকের মূল গল্প।

গত ৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণি (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়িত হয় নাটকটি। কিন্তু শিল্পকলা একাডেমিতে সর্বশেষ ২০১৪ সালের ১৯ মে মঞ্চায়িত হয়েছিল।


রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৬/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়