ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

‘রাত্রির যাত্রী’ হলেন সম্রাট

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ১৫ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাত্রির যাত্রী’ হলেন সম্রাট

সম্রাট

রাহাত সাইফুল : গত বছরের শেষের দিকে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ শিরোনামের সিনেমার কাজ শুরু হয়। ইতোমধ্যেই এ সিনেমার অধিকাংশ শুটিং সম্পন্ন হযেছে।

এবার শেষ পর্যায়ে এসে ‘রাত্রির যাত্রী’ হলেন চিত্রনায়ক সম্রাট। গত ১৩ আগস্ট এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে রাইজিংবিডিকে জানান সিনেমাটির নির্মাতা।

এ প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘শুরু থেকেই এ সিনেমা নিয়ে দর্শকদের বিভিন্ন চমক দিয়ে আসছি। এবারও সিনেমার শেষ পর্যায়ের শুটিংয়ে এসেও চিত্রনায়ক সম্রাটকে চুক্তিবদ্ধ করে নতুন চমক দিলাম। এ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে অভিনয় করবেন সম্রাট। তাকে একজন ডাক্তারের চরিত্রে দেখা যাবে। আর এই শুটিংয়ের মাধ্যমেই রাত্রির যাত্রী ক্যামেরা ক্লোজড হবে।’

এ প্রসঙ্গে সম্রাট বলেন, ‘বর্তমান সময়ের শিল্পীরা এ ধরনের চরিত্রে তেমন কাজ করতে চান না। যদিও দেশের সিনিয়র শিল্পীরা এ ধরনের চরিত্রে অভিনয় করতেন।  অভিনয়ের স্বার্থে এটা করা উচিৎ। বলিউড, হলিউডে এটা সব সময় হয়ে আসছে। এমনকী আমার বাবাকেও (নায়করাজ রাজ্জাক) এমন অতিথি শিল্পী হিসেবে কাজ করতে দেখেছি। বলতে পারেন সেই পুরনো প্রথার প্রতি সম্মান রেখে এবং সর্ম্পকের কারণে আলোচিত রাত্রির যাত্রী সিনেমায় কাজ করতে যাচ্ছি।’

‘রাত্রির যাত্রী’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- চিত্রনায়িকা মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, রেবেকা পারভিন, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান, লায়লা নাঈম, সাদিয়া আফরিনসহ অনেকে।

 


রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৬/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়