ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ (ভিডিও)

মারুফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪১, ২০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ (ভিডিও)

হারুক বা জিতুক, ক্রিকেটপ্রেমী বাঙালি সব সময়ই থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে। অলংকরণ: অপূর্ব খন্দকার

ডেস্ক রিপোর্ট : গতকাল বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২১ রানে হেরে যায় টাইগাররা। জয়ের বন্দরের কাছাকাছি এসে এমন পরাজয় অনেকেই মেনে নিতে পারেননি।

তবে দল হারুক আর জিতুক, ক্রিকেটপ্রেমী বাঙালি সব সময়ই থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে।

কোটি বাঙালির এই হদয়ের কথা স্পষ্টভাবেই ফুটে উঠেছে রায়হান রাফী পরিচালিত ‘জানের দেশ বাংলাদেশ’ শিরোনামের একটি শর্টফিল্মে। এতে দেখানো হয়েছে- এই খেলাটির প্রতি ক্রিকেটপ্রেমী বাংলাদেশের মানুষের ভালোবাসাকে। ক্রিকেটের সঙ্গে মিশে রয়েছে তাদের আবেগ ও ভালোবাসা। খেলায় জয় যেমন প্রত্যাশিত, তেমনি পরাজয়কেও মেনে নিতে হয়।

খেলায় হারজিত থাকবেই। হারুক বা জিতুক প্রকৃত সমর্থক সব অবস্থায়ই থাকবে দলের সাথে। রায়হান রাফীর শর্টফিল্মে দেশের প্রতি এই নিঃস্বার্থ সমর্থনের বিষয়টি ফুটে উঠেছে। ‘হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ’ - কথাটি যেন কোটি কোটি বাঙালির কণ্ঠের প্রতিধ্বনি।

নির্মাতা সূত্রে জানা গেছে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য নয়, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং নিজ খরচে শর্টফিল্মটি নির্মাণ করেছেন রায়হান রাফী।

দেখুন রায়হান রাফীর শর্টফিল্ম ‘জানের দেশ বাংলাদেশ’



রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৬/মারুফ/অগাস্টিন সুজন

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়