ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

কন্যাসন্তানের মা হলেন রেসি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ১০ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কন্যাসন্তানের মা হলেন রেসি

স্বামী ও মেয়ের সঙ্গে রেসি

রাহাত সাইফুল : এক জবান, স্বামী ভাগ্য, আমার স্বপ্ন আমার অহংকার, অন্তরে প্রেমের আগুন প্রভৃতি সিনেমার নায়িকা মৃদুলা আহমেদ রেসি। জনপ্রিয় এ চিত্রনায়িকা আবারও কন্যাসন্তানের মা হয়েছেন।

 

গতকাল, ৯ নভেম্বর রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনহা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। রাইজিংবিডিকে এমনটাই জানান রেসির স্বামী পান্থ শাহরিয়ার।

 

এ প্রসঙ্গে পান্থ শাহরিয়ার রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল রাতে ইবনে সিনহা হাসপাতালে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। রেসি ও আমাদের মেয়ে আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমাদের সন্তানের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।’

 

তিনি আরো বলেন, ‘কন্যা সন্তানের নাম রাখা হয়েছে প্রত্যাশা। এটিই তার ডাক নাম।’

 

রেসি অভিনীত সর্বশেষ সিনেমা ‘নিয়তী’ কলকাতায় ও বাংলাদেশে মুক্তি পেয়েছে। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার এ সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

 

রেসি অভিনীত ‘শূন্য’ শিরোনামের সিনেমাটি শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া সাজেদুর রহমান সাজু পরিচালিত ‘অন্তরে প্রেমের আগুন’ শিরোনামের সিনেমার কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন। এতে রেসির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়ক রুবেল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ নভেম্বর ২০১৬/রাহাত/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়