ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

‘শূন্য’ নিয়ে আসছেন সানি-রেসি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শূন্য’ নিয়ে আসছেন সানি-রেসি

শূন্য সিনেমার দৃশ্য

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি ও অভিনেত্রী মৃদুলা আহমেদ রেসি।  এ দুজন জুটি বেঁধে অভিনয় করেছেন বন্ধন বিশ্বাস পরিচালিত ‘শূন্য’ শিরোনামের সিনেমায়। আগামী ২৪ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন এই নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক বন্ধ বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘আগামী ২৪ মার্চ ‘শূন্য’ সিনেমাটি সারা দেশে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। যথাসাধ্য চেষ্টা করেছি সিনেমার কাজ ভালো করার। প্রথম সিনেমার কাজ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে। দর্শকদের এ ভুল-ত্রুটি শোধরে দেয়ার জন্য হলেও প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ করছি।’

সিনেমার নাম ‘শূন্য’ হলেও সেন্সর বোর্ডে শতভাগ নম্বর পেয়ে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।  জোহা মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় সানী-রেসি ছাড়াও এর মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন নবাগত তুরাজ খান ও ‘বাপজানের বায়স্কোপ’খ্যাত নায়িকা সানজিদা তন্ময়। এছাড়া আরো অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, ড. এজাজ, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার, রেবেকা ও শিমুল খান প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন ও পুলক।

‘চাঁদের আলো’, ‘কুলি’, ‘দোলা’খ্যাত চিত্রনায়ক ওমর সানী বর্তমানে বেশকিছু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, অন্তরে প্রেমের আগুন প্রভৃতি সিনেমার নায়িকা মৃদুলা আহমেদ রেসি। রেসি অভিনীত সর্বশেষ ‘নিয়তী’ সিনেমাটি কলকাতায় ও বাংলাদেশে মুক্তি পেয়েছে। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার এ সিনেমাটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়