রাজ্জাকের মৃত্যুতে তিনদিনের কর্মবিরতি
সাইফ || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:১৩, ২১ আগস্ট ২০১৭
আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই। সোমবার সন্ধ্যা ৬টা ১৩মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কিংবদন্তী এ অভিনেতার মৃত্যুতে তিনদিনের কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতি। সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ ঘোষণা দেন।
রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/সাইফ
রাইজিংবিডি.কম