সম্পাদনার টেবিলে ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’
বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা এ কিউ খোকন নির্মাণ করছেন ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’ নামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও রোমানা নীড়। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা রোমানা নীড়।
এ প্রসঙ্গে রোমানা নীড় রাইজিংবিডিকে বলেন, ‘‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’ সিনেমার শুটিং শেষ করেছি। এখন সম্পাদনার কাজ চলছে। সিনেমাটি চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। এ ছাড়া আরো দুটি সিনেমার কাজ আগামী মাসে শুরু করতে যাচ্ছি।’’
গোল্ডেন ফিল্মস প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করছেন শিমুল খান, টাইগার রবি, সাদেক বাচ্চু, সাংকো পাঞ্জা, খালেদা আখতার কল্পনা, রেবেকা, আনোয়ার সিরাজী, আমির সিরাজী প্রমুখ।
রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৮/রাহাত/শান্ত
রাইজিংবিডি.কম