ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

সাইমন-মাহিকে নিয়ে মানিকের ‘আনন্দ অশ্রু’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাইমন-মাহিকে নিয়ে মানিকের ‘আনন্দ অশ্রু’

বিনোদন প্রতিবেদক : সালমান শাহ-শাবনূর জুটিকে নিয়ে গুণী নির্মাতা শিবলী সাদিক নির্মাণ করেছিলেন ‘আনন্দ অশ্রু’ সিনেমা। মুক্তির পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।

এবার একই নামে মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করছেন নতুন আরেকটি সিনেমা। তবে এটি রিমেক হচ্ছে না। এতে জুটিবদ্ধ হবেন সাইমন সাদিক-মাহিয়া মাহি। এ তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক।

এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক রাইজিংবিডিকে বলেন, ‘‘সালমান শাহ-শাবনূর অভিনীত ‘আনন্দ আশ্রু’ সিনেমার নামটিই শুধু নেওয়া হয়েছে। এ সিনেমার রিমেক হচ্ছে না। সিনেমার গল্পের সঙ্গে কোনোরকম মিল খুঁজে পাবেন না দর্শক।’’

তিনি আরো বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে এর দৃশ্যায়ন শুরু হবে। তবে কোথায় শুটিং শুরু করব তা এখনো ঠিক করিনি।’

এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সাইমন-মাহি। সিনেমাটির কাজ শেষ না হতেই এ জুটিকে নিয়ে মানিক ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করতে যাচ্ছেন।

‘দুই নয়নের আলো’, ‘মন ছুয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘কিছু আশা কিছু ভালবাসা’, ‘এমনও তো প্রেম হয়’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।




রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়