ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তনুশ্রীর যৌন হেনস্তার অভিযোগে নানা পাটেকরের বক্তব্য

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তনুশ্রীর যৌন হেনস্তার অভিযোগে নানা পাটেকরের বক্তব্য

তনুশ্রী দত্ত ও নানা পাটেকর

বিনোদন ডেস্ক : এক সময়ের আলোচিত বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। সিনেমায় এখন খুব একটা নিয়মিত নন তিনি। তবে সম্প্রতি অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে বেশ আলোচনায় এই সাবেক মিস ইন্ডিয়া।

তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে হর্ন ওকে প্লিজ সিনেমার একটি গানে নানা পাটেকর তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এতে তিনি এতটাই অস্বস্তিবোধ করেছিলেন যে গানটি থেকে তাকে বেড়িয়ে যেতে হয়।

শুটিং সেটের ঘটনার বর্ণনা দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে ধাক্কা নিয়ে ভীতি প্রদর্শন করার চেষ্টা করছিল। সে আমার হাত ধরছিল, ধাক্কা দিচ্ছিল এবং কোরিওগ্রাফারকে সরে যেতে বলে নিজেই শেখাচ্ছিল কিভাবে নাচতে হবে। পরে জানতে পারি, সে আমার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করতেও চেয়েছিল। এটি ছিল হাস্যকর।’

আরো পড়ুন :

তবে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন নানা পাটেকর। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘সে কেন এগুলো বলছে আমি কীভাবে বলব? আমি কীভাবে জানব? যৌন হেনস্তা বলতে সে কী বোঝাচ্ছে? আমার সঙ্গে সেটে আরো ৫০-১০০জন মানুষ ছিল।’

এ অভিনেতা আরো বলেন, ‘আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু মিডিয়াকে এ নিয়ে কথা বলা নিরর্থক, আপনারা যে কোনো বিষয় নিয়েই মাতামাতি করেন। মানুষ যা বলে বলুক। কিন্তু আমি আমার কাজ করে যাব।’

আশিক বানায়া আপনে সিনেমার মাধ্যমে দর্শকের কাছে বেশ পরিচিতি পেয়েছিলেন তনুশ্রী। এতে তার বিপরীতে অভিনয় করেন ইমরান হাশমি। সর্বশেষ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাপার্টমেন্ট সিনেমায় দেখা যায় তাকে। এরপর ইন্ডাস্ট্রি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এ অভিনেত্রী। কয়েক সপ্তাহ আগে ভারতে আসেন তিনি। শোনা যাচ্ছে, আবারো রুপালি পর্দায় দেখা যাবে তাকে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৮/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়