ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

পূজার গানে আকাশ-হৈমন্তী(ভিডিও)

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পূজার গানে আকাশ-হৈমন্তী(ভিডিও)

বিনোদন প্রতিবেদক : পূজা বা যেকোনো উৎসবকে কেন্দ্র করে নাটক বা গানের মিউজিক ভিডিও নির্মাণ করে থাকেন সংশ্লিষ্টরা। এবার দুর্গা পূজা উপলক্ষে নতুন গানে কণ্ঠ দিলেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।

‘বছর বছর আসতে হবে তোমায় দূর্গা মা’ শিরোনামের গানটির কথা লিখেছেন কলকাতার গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর-সংগীত পরিচালনাও করেছেন আকাশ সেন। সম্প্রতি কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে মিউজিক ভিডিওটির শুটিং করা হয়। এটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গান প্রসঙ্গে আকাশ সেন বলেন, ‘দুর্গা মা আমার প্রথম পূজার গান। বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে আমরা এর শুটিং করেছি। সুন্দর একটি কাজ হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

গান প্রসঙ্গে হৈমন্তী বলেন, ‘আমার কাছে গানটির কথাগুলো খুবই চমৎকার লেগেছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

দেখুন : ‘বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা’ গানটি।




রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়