ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বিপাশার ‘একটু প্রেম দরকার’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপাশার ‘একটু প্রেম দরকার’

বিনোদন প্রতিবেদক : লাক্স তারকা বিপাশা কবির চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। আইটেম গানের পাশাপাশি নায়িকা হিসেবেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এবার তিনি ‘একটু প্রেম দরকার’ সিনেমায় নাম লেখালেন। শাহিন সুমন পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান, শবনম বুবলী ও মৃদুলা।

আজ ১৯ জানুয়ারি বিএফডিসির ৪ নং ফ্লোরে সিনেমাটির দৃশ্যধারণ করা হচ্ছে। একটি আইটেম গানে অংশ নিয়েছেন বিপাশা কবির। এ প্রসঙ্গে বিপাশা রাইজিংবিডিকে বলেন, ‘শাহীন সুমন ভাইয়ের এই সিনেমার একটি আইটেম গানে কাজ করছি। গানটি দারুণ! গানে শাকিব ভাই ও অমিত ভাইও থাকছেন। আশা করছি সবার ভালো লাগবে।’

এর আগে বিএফডিসির ৩ নং ফ্লোরে আদালতের সেট নির্মাণ করা হয়। সেখানে এই সিনেমার দৃশ্যধারণের কাজ হয়। এছাড়া পুবাইলসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা সানু, ডন, সাবেরী আলম।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়