ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

মমর ‘স্বীকারোক্তি’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ১১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মমর ‘স্বীকারোক্তি’

জাকিয়া বারী মম

বিনোদন প্রতিবেদক : লাক্স তারকা জাকিয়া বারী মম। ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। এতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। তারপর বেশ কিছু চলচ্চিত্রে দেখা গেছে তাকে। বর্তমানে নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ধারাবাহিকতায় ‘স্বীকারোক্তি’ নাটকে অভিনয় করলেন মম। 

জাফরীন সাদিয়ার রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে মমর বিপরীতে অভিনয় করেছেন মডেল-অভিনেতা শিপন মিত্র। এবারই প্রথম জুটি বেঁধে অভিনয় করলেন শিপন-মম।

নাটক প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘চিত্রনাট্য পড়ে ভীষণ ভালো লেগেছে। অন্যরকম একটা গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

পরিচালক রুবেল হাসান বলেন, ‘আমাদের আশে পাশের কিছু ভালো মানুষরূপী ভদ্রলোকের গল্প তুলে ধরেছি। সমাজের এই কীটদের সহজে চিনতে পারি না। সাহস করে যদি এগিয়ে না আসি তাহলে দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডগুলো আরো প্রখর হবে। এমন গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।’



মম-শিপন ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন জাহিদ ইসলাম, জাফরুল আবেদীন রকি, আতিকুর রহমান শিবলী, ফয়সাল রাব্বি, ফারুক প্রমুখ। রওনাকুর সালেহীনের কথায় নাটকের গানের সংগীতায়োজন করেছেন আবিদ আল ফয়সাল। আগামী ১৫ মার্চ জাফরিন স্টুডিওয়ের ইউটিউব চ্যানেল নাটকটি মুক্তি পাবে বলে জানিয়েছেন জাফরীন সাদিয়া।



রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়