ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

আ খ ম হাসানের ‘বাপ বেটা ৪২০’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ খ ম হাসানের ‘বাপ বেটা ৪২০’

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান অভিনীত নতুন নাটক ‘বাপ বেটা ৪২০’। এতে প্রথমবারের মতো যমজ চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

ইতোমধ্যে সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে। মাত্র দুই দিনেই ১০ লাখ দর্শক নাটকটি দেখেছে। নাটকটি পরিচালনা করেছেন নয়ন মিলটন।

নাটক প্রসঙ্গে আ খ ম হাসান বলেন, ‘প্রথমবারের মতো নয়ন মিলটনের নির্দেশনায় যমজ চরিত্রে কাজ করেছি। দর্শক গ্রহণ করায় বেশ ভালো লেগেছে। যমজ চরিত্রে কাজ করা বেশ কষ্টের। এ নাটকে কাজ করে তা টের পেয়েছি।’

নির্মাতা নয়ন মিলটন বলেন, ‘যমজ চরিত্রের নাটক নির্মাণ বেশ কঠিন ব্যাপার। হাসান ভাইয়ের সহযোগিতায় যা করা সম্ভব হয়েছে। নাটকটির গল্প অনেক ভালো ছিল। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

নাটকের অন্যতম অভিনেত্রী ফারজানা রিক্তা বলেন, ‘নাটকটিতে বেশ চমৎকারভাবে সামাজিক অবক্ষয় ও মূল্যবোধ তুলে ধরা হয়েছে। দর্শক গ্রহণ করছে দেখে ভালো লাগছে।’

নাটকের গল্পে দেখা যাবে, আ খ ম হাসানের বাবা যে মেয়ের সঙ্গে প্রেম করেন, ছেলেও একই মেয়ের সঙ্গে প্রেম করছেন। গল্পের শেষে একটি শিক্ষণীয় দিক তুলে ধরা হয়েছে। নাটকটিতে আ খ ম হাসান, ফারজানা রিক্তা ছাড়াও নয়ন বাবু, এ্যানি খান ও খায়রুল আলম অভিনয় করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়