ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মুনমুন-ময়ূরীর সঙ্গে শাকিবের নাচ (ভিডিও)

প্রকাশিত: ১৯:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুনমুন-ময়ূরীর সঙ্গে শাকিবের নাচ (ভিডিও)

নব্বই দশকের শেষের ঢাকাই চলচ্চিত্রের চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের অন্যতম মুনমুন, ময়ূরী। তাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

বেশকিছু সিনেমায় সেসময় তাদের দেখা গেলেও দীর্ঘ দিন তাদের পর্দা শেয়ার করতে দেখা যায়নি। হঠাৎ করেই এই তিন শিল্পীর ‘প্রেমের অসুখ’ শিরোনামের গান অনলাইনে দেখা মেলে।

গানটি নিয়ে চলচ্চিত্র প্রেমীরা ইতিবাচক-নেতিবাচক নানান মন্তব্য করছেন।

মনোয়ার খোকনের পরিচালনায় ‘কসম বাংলার মাটি’ সিনেমায় এই গান দেখা যায়। এতে শাকিব খানের সঙ্গে মুনমুন ও ময়ূরীকে সমুদ্র সৈকতে রোমান্স করতে দেখা যায়।

শাকিব খানের সঙ্গে ‘গোলাম’, ‘আজকের দাপট’, ‘দুজন দুজনার’, ‘বিষে ভরা নাগিন’সহ ১৪ টি সিনেমায় অভিনয় করেন মুনমুন। এদিকে ময়ূরীর সঙ্গে প্রায় ডজন খানেক সিনেমায় অভিনয় করেন শাকিব খান।

এই দুই নায়িকা অনেক আগেই মিডিয়া থেকে বিদায় নিয়েছেন। অন্যদিকে শাকিব খান তার নিজের অভিনয় দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন। এককভাবে ঢাকাই সিনেমায় লিড দিচ্ছেন এই নায়ক।



ঢাকা/রাহাত সাইফুল/নাসিম

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়