‘আপনার গাফিলতির জন্যে অপরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না’
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘ঘরে থাকুন, নিজে বাঁচুন আপনার পরিবারকে বাঁচান। আপনার গাফিলতির জন্যে অপরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। সরকারের আদেশ নির্দেশ মেনে চলুন। আল্লাহ আমাদের সহায় হোন।’—জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আলীরাজ এভাবেই কথাগুলো বলেন।
গুণী অভিনেতা আলীরাজ করোনা সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার এই বার্তা দিয়েছেন তার ফেসবুকে। গতকাল এক স্ট্যাটাসে এসব কথা লিখেন তিনি। তারপর শোবিজ অঙ্গনের অনেক তারকাই এই স্ট্যাটসে মন্তব্য করে একমত পোষণ করেন।
বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন মানুষ। প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে সরকার ও প্রশাসনের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নানাভাবে মানুষকে সচেতন করে যাচ্ছেন। ইতোমধ্যে অনেক শোবিজ তারকাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। আবার অনেকেই রাস্তায় নেমে পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত
রাইজিংবিডি.কম