জীবন উপভোগের, উদযাপনের: আলী যাকের
|| রাইজিংবিডি.কম
আলী যাকের
বরেণ্য অভিনয়শিল্পী আলী যাকের। ১৯৭২ সালে মুনীর চৌধুরী রচিত ‘কবর’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। আরণ্যক নাট্যদলের হয়ে এটি নির্দেশনা দেন মামুনুর রশীদ। এরপর টেলিভিশন থেকে বড় পর্দা সব মাধ্যমে নিজের পদাঙ্ক এঁকেছেন এই শিল্পী।
করোনার তাণ্ডবে পুরোপুরি গৃহবন্দি ৭৫ বছর বয়েসি আলী যাকের। ঘুম, সিনেমা দেখা, বই পড়া—এসব নিয়েই দিন কাটছে তার। দীর্ঘ ক্যারিয়ারে প্রবীণ এই অভিনেতা জীবনকে নানাভাবে দেখেছেন। মহামারি করোনাও তার জীবনে আরেক অভিজ্ঞতা।
বর্ণাঢ্য জীবন আলী যাকেরের। কিন্তু তিনি জীবনকে কীভাবে দেখেন? তার ভাষায়—জীবন উপভোগের, উদযাপনের। দুঃখ নয়, সবসময় নতুন কিছু করা। জীবন অতিক্রম করার পর যেন ফেলে আসা সময় নিয়ে কোনো অনুশোচনা না থাকে। প্রতিনিয়ত সামনে এগিয়ে চলার নামই জীবন।
এক জীবনে অনেক কিছু পেয়েছেন আলী যাকের। জীবন নিয়ে তার কোনো আক্ষেপ নেই। এ অভিনেতা বলেন—খুব সুসময় কেটেছে। এই জীবনে যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন।
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম