ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

নির্জন দ্বীপে কারিনাকে চান কার্তিক!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নির্জন দ্বীপে কারিনাকে চান কার্তিক!

অভিনেতা কার্তিক আরিয়ান। লাভ আজ কাল সিনেমার শুটিং থেকেই সারা আলী খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও এই গুঞ্জন বরাবরই অস্বীকার করে আসছেন তারা। তবে বলিপাড়ায় তাদের নিয়ে কানাকানি থেমে নেই।

এরই মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে র‌্যাপিড ফায়ার রাউন্ডে কার্তিককে প্রশ্ন করা হয়, নির্জন দ্বীপে কোন বলিউড অভিনেত্রীর সঙ্গে আটকা পড়তে চান তিনি? তবে উত্তরে সারার নাম নেননি সোনু কে টিটু কি সুইটি সিনেমাখ্যাত এই অভিনেতা। কার্তিক বলেন, ‘কারিনা কাপুর, তিনি আমার খুব প্রিয়।’

করোনাভাইরাসের এই সময়েও অন্য তারকাদের মতো ঘরেই থাকছেন কার্তিক। তবে মজার ভিডিও পোস্ট করে ভক্তদের বিনোদন দিয়ে যাচ্ছেন। এছাড়া ইউটিউবে ‘কোকি পুছেগা’ নামে একটি টক শো করছেন এই অভিনতো।

পেয়ার কা পঞ্চনামা, পেয়ার কা পঞ্চনামা-টু, সোনু কে টিটু কি সুইটি, লুকাচুপি, পতি পত্নী অউর ওহ’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কার্তিক। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা লাভ আজ কালদোস্তানা-টুভুল ভুলাইয়া টু সিনেমায় দেখা যাবে তাকে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়