ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

আল্লু অর্জুনের প্রশংসায় শহিদ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আল্লু অর্জুনের প্রশংসায় শহিদ

‘স্টাইলিশ হিরো’ হিসেবে পরিচিত তেলেগু সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। ১৭ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

এই অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আলা বৈকুণ্ঠপুরামুলো বক্স অফিসে সুপার ডুপার হিট। সিনেমার ‘বুট্টা বুম্মা’, ‘রামুলো রামুলা’ গানগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি এতে নেচে প্রশংসা কুড়াচ্ছেন আল্লু। এবার এই অভিনেতার নাচের প্রশংসা করলেন বলিউড অভিনেতা শহিদ কাপুর।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রশ্ন উত্তর পর্বে আল্লু অর্জুন প্রসঙ্গে কিছু বলার জন্য শহিদকে অনুরোধ করেন এক ভক্ত। উত্তরে কবির সিং সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘তার নাচের দক্ষতা আমার খুবই পছন্দ।’

এর আগে বলিউড অভিনেত্রী দিশা পাটানি আল্লুর নাচের প্রশংসা করেন। ইনস্টাগ্রামে ‘বুট্টা বুম্মা’ গানের ভিডিও ক্লিপস পোস্ট করে এই অভিনেত্রী আল্লুকে প্রশ্ন করে লেখেন, ‘আপনি কীভাবে এটি করেছেন?’ এর উত্তরও দিয়েছেন আল্লু। তিনি লেখেন, ‘আমি মিউজিক পছন্দ করি। আর ভালো মিউজিক শুনলেই আমি নেচে উঠি। প্রশংসার জন্য ধন্যবাদ।’ এর পরিপ্রেক্ষিতে দিশা লেখেন, ‘আমাদের অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।’


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়