ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মনের মানুষ খুঁজছেন পরিণীতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মনের মানুষ খুঁজছেন পরিণীতি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সিনেমার খবরের পাশাপাশি তার প্রেমের গুঞ্জনও বলিপাড়ায় রটেছে। তবে বরাবরই সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে এসেছেন তিনি। এখনো সিঙ্গেল তকমা নিয়েই ঘুরছেন এই অভিনেত্রী।

তবে এখন মনের মানুষ খুঁজছেন পরিণীতি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুবই লাজুক প্রকৃতির। শারীরিক অথবা প্রেমের সম্পর্কে জড়াতে চাই না। এ ধরনের বিষয়ে আমি অন্যদের চেয়ে আলাদা। কারো সাথে ডেট অথবা ওয়ান নাইট স্ট্যান্ডস করিনি। আমি এমনই। তবে এখন কিছুটা অধৈর্য হয়ে পড়েছি। মনের মানুষ খুঁজে তার প্রেমে পড়তে চাই।’

খাবার খেতে বেশ পছন্দ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এই একটি বিষয় আমার খুব পছন্দ। খাবার ছাড়া আমি কিছু ভাবতে পারি না। যেকোনো মুহূর্তে পিৎজা পেলেই আমি খেতে শুরু করব। এমনো সময় গেছে, দিনে তিনটি করে পিৎজা খেয়েছি।’

লেডিস ভার্সেস রিকি বহেল, ইশাকজাদে, শুদ্ধ দেশি রোমান্স, হাসি তো ফাসি, জবরিয়া জোড়ি সহ বেশি কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন পরিণীতি। তবে তাকে নিয়ে সমালোচনাও কম হয় না। এই অভিনেত্রী বলেন, ‘মন থেকে আমি কখনোই নিরাপত্তাহীনতায় ভুগী না। কিন্তু জানি, অভিনেত্রী হওয়ার জন্য যে সৌন্দর্য থাকা প্রয়োজন না আমার নেই। তবে ওজন নিয়ে বলছি না। আমার ব্যক্তিত্ব, শারীরিক ভাষা এগুলো আরো ভালো করার চেষ্টা করছি।’

সাইনা নেহওয়ালের বায়োপিকের শুটিং করছেন পরিণীতি। অর্জুন কাপুরের সঙ্গে সন্দীপ অউর পিংকি ফারার সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া দ্য গার্ল অন দ্য ট্রেন সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করছেন তিনি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়