ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বলিউডের যে সিনেমা ২০ বারের বেশি দেখেছেন আল্লু 

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বলিউডের যে সিনেমা ২০ বারের বেশি দেখেছেন আল্লু 

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ‘স্টাইলিস হিরো’ হিসেবে পরিচিত এই তারকাকে অনেকদিন থেকেই বলিউড সিনেমায় দেখার আগ্রহ প্রকাশ করছেন হিন্দি সিনেমাপ্রেমীরা। এই অভিনেতা নিজেও হিন্দি সিনেমার অনেক বড় ভক্ত।

এক সাক্ষাৎকারে আল্লু অর্জুন বলেন, “আমি ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমাটি অনেক পছন্দ করি। এটি ২০ বারের বেশি দেখেছি। এটা আমার প্রিয় সিনেমা। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ কয়েকবার দেখেছি এবং প্রত্যেকবারই একই ম্যাজিক পাই। এটিও আমার অন্যতম প্রিয় সিনেমা। এছাড়া ‘গলি বয়’ ৩-৪ বার দেখেছি, ব্যক্তিগতভাবে আমি র‌্যাপ গান পছন্দ করি এবং এটি একটি মৌলিকি সিনেমা।”

বলিউড সিনেমায় অভিনয়ের আগ্রহ রয়েছে কি না জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘অবশ্যই কোনো এক সময় বলিউড সিনেমায় অভিনয় করব। সত্যিই বলিউড সিনেমা আমার পছন্দ। যদি কখনো পছন্দ মতো সিনেমা পাই তাহলে অবশ্যই অভিনয় করব।’

ভবিষ্যতে ‘বিগ বি’খ্যাত তারকা অমিতাভ বচ্চনের মতো হতে চান আল্লু অর্জুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারকাখ্যাতি পাওয়া অনেক কঠিন। এটি প্রত্যেকের নিজস্ব একটি জার্নি। আমি অমিতাভ বচ্চনের কাছে থেকে অনুপ্রেরণা পাই। সত্তর বছর বয়সে তার মতো হতে চাই। তখনও সকালে ঘুম থেকে উঠে কাজে বের হতে চাই। ওই বয়সে নতুন প্রজন্মের সঙ্গে কাজ করাটা অনেক আনন্দের হবে বলে আমি মনে করি। কোনো অভিনেতার জন্য এটি বাড়তি পাওয়া।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়