ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ফের মহেশের বিপরীতে কিয়ারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৯, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফের মহেশের বিপরীতে কিয়ারা

কিয়ারা আদভানি, মহেশ বাবু

‘প্রিন্স অব টলিউড’ হিসেবে পরিচিত অভিনেতা মহেশ বাবু। তার পরবর্তী সিনেমা ‘সারকারু বারি পাতা’। শোনা যাচ্ছে, এতে মহেশের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

এ প্রসেঙ্গে একটি সূত্র বলেন, “ভারত আনে নেনু’ সিনেমায় কিয়ারা ও মহেশের জুটি সফল ছিল। নির্মাতারা সেই ম্যাজিকই আবার ফিরিয়ে আনতে চাইছেন। বেশ কয়েকবার আলোচনার পর নির্মাতাদের মনে হয়েছে, কিয়ারা সিনেমাটির জন্য উপযুক্ত। ‘কবির সিং’, ‘গুড নিউজ’র মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। মহেশের সঙ্গে তার জুটি পুরো ভারতে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি করবে, বিশেষ করে হিন্দি সিনেমাপ্রেমীদের কাছে।”

সম্প্রতি এই সিনেমার প্রি-লুক প্রকাশ করেন মহেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে এটি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তেলেগু সিনেমার শুটিং বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই এই সিনেমার শুটিং শুরু হবে।

এর আগে ‘ভারত আনে নেনু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মহেশ ও কিয়ারা। সিনেমাটির মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে কিয়ারার অভিষেক হয়।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়